” ভূমি অফিসে না এসে ভূমি সেবা গ্রহন করুন”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আজ রবিবার দুপুর ১২টায় নেত্রকোণা জেলা প্রশাসন ও সদর উপজেলা ভূমি অফিসের উদ্যোগে পুরাতন কালেক্টরেট ভবনের উন্মুক্ত প্রাঙ্গণ থেকে একটি বর্নাঢ্য র্যালী বের হয়।র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলা ভূমি অফিসে এসে শেষ হয়।
এ সময় প্রধান অতিথি জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান ফিতা কেটে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন।
পরে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুহেল মাহমুদের সভাপতিত্বে সদর উপজেলার নির্বাহী অফিসার মাহমুদা আক্তারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সেবা গ্রহিতারা যেন ভূমি অফিসে এসে কোন ধরনের হয়রানির শিকার না হয়, সেজন্য সেবা দাতাদেরকে আরও সততা, নিষ্টা ও আন্তরিকতার সাথে কাজকরার আহ্বান জানান।
মোঃ রেজাউল হাসান সুমন-নেত্রকোণা